গফরগাঁওয়ে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট প্রার্থীর গণসংযোগ

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৬, ১০:৪৩ এএম
গফরগাঁওয়ে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট প্রার্থীর গণসংযোগ

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট সৈয়দ মাহমুদ মোরশেদ নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা করেছেন। গত বুধবার বিকেলে উপজেলার পাগলা থানাধীন ১০ নং উস্থি ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে, হাট -বাজারে এডভোকেট সৈয়দ মাহমুদ মোরশেদ উনার নির্বাচনী প্রতিক ছাতা প্রতিকের গণসংযোগ ও প্রচারণা করেন। নির্বাচনী প্রচারনাকালে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গফরগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট সৈয়দ মাহমুদ মোরশেদ বলেন,গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও সন্ত্রাস, দুর্নীতি, মাদকমুক্ত সমৃদ্ধ নতুন গফরগাঁও গড়ার লক্ষ্যে আমি নির্বাচনে দাঁড়িয়েছি। আমি জনসাধারণের শাসক নয়, সেবক হতে রাজনীতি করছি। গণসংযোগকালে তিনি এলাকায় ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময়, লিফলেট বিতরণ এবং ছাতা প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এলডিপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু রিজভী আল হোসাইনী, গফরগাঁও উপজেলা এলডিপির সভাপতি মোঃ মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন খান, সহ-সভাপতি হোসেন মিয়া, প্রচার সম্পাদক মনির খান, সহ-দপ্তর সম্পাদক শামছুল হক মাস্টারসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।