শেরপুরে সদর থানার এএসআইয়ের ঝুলন্ত মরদেহ

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৬, ১২:৪৯ পিএম
শেরপুরে সদর থানার এএসআইয়ের ঝুলন্ত মরদেহ
ছবি, সংগৃহিত

শেরপুরে নিজ বাসা থেকে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ১১টার দিকে সদর থানার এএসআই মো. শাহিনুল ইসলামের (৪০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত এএসআই শাহিনুল ইসলামের বাড়ি জামালপুর জেলার পিয়ারপুরের টেবিচর এলাকায়। তার বাবার নাম মৃত. শামসুল হক মাস্টার। গত ৫ মাস ধরে তিনি সদর থানায় কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ওসি মো. সোহেল রানা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে