বিমানবন্দর-মহাখালী সড়কে যান চলাচল বন্ধ, শ্রমিকদের অবরোধে

এফএনএস অনলাইন:
| আপডেট: ৩০ জানুয়ারী, ২০২৬, ১২:৫৫ পিএম | প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৬, ১২:৫৫ পিএম
বিমানবন্দর-মহাখালী সড়কে যান চলাচল বন্ধ, শ্রমিকদের অবরোধে
ছবি, সংগৃহিত

রাজধানীর বিমানবন্দর-মহাখালী রুটের আউটগোইং সড়কে প্রাপ্য সার্ভিস বেনিফিট পরিশোধের দাবিতে অবরোধ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এ দিকে, শ্রমিকরা সড়কে অবস্থান নিলে ওই রুটে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। 

রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ী এলাকার ‘মাসুদ অ্যাপারেলস লিমিটেড’ নামের কারখানার শ্রমিকরা শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে এ কর্মসূচি শুরু করেন। ফলে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন বিভিন্ন যানের চালক ও যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

এ বিষয়ে ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিয়াউর রহমান জিয়া জানান, যানজট এড়াতে বিমানবন্দর-মহাখালী রুট ব্যবহারকারী যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। জরুরি প্রয়োজনে বের হলে হাতে অতিরিক্ত সময় নিয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে