সাতক্ষীরায় ভাইভা বোর্ডে হাতের লেখায় অমিল, চাকরিপ্রার্থী আটক

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৬, ০৩:৫১ পিএম
সাতক্ষীরায় ভাইভা বোর্ডে হাতের লেখায় অমিল, চাকরিপ্রার্থী আটক

সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার মৌখিক দিতে এসে পুলিশি হেফাজতে গেছেন আসমা খাতুন নামের এক প্রার্থী। লিখিত পরীক্ষার উত্তরপত্রের (ওএমআর শিট) সঙ্গে ভাইভা বোর্ডে তাঁর হাতের লেখার মিল না থাকায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। আটক আসমা খাতুনের রোল নম্বর ৫৯২৪০৫৪। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা চলছিল। আসমা খাতুন ভাইভা বোর্ডে উপস্থিত হলে ভাইভা বোর্ডের সদস্যরা তাঁর লিখিত পরীক্ষার ওএমআর শিটের লেখার সঙ্গে উপস্থিত অবস্থায় লেখা মিলিয়ে দেখেন। এ সময় দুই হাতের লেখায় স্পষ্ট অমিল লক্ষ্য করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জালিয়াতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে ওই প্রার্থীর প্রার্থীতা বাতিল করে ভাইভা বোর্ড। পরবর্তীতে জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এ বিষয়ে একটি নিয়মিত মামলা করা হয়। মামলার প্রেক্ষিতে সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসমা খাতুনকে তাদের হেফাজতে নেয়। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন। সাতক্ষীরা সদর থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে