৩৬ বগুড়া- ১ (সারিয়াকান্দি -সোনাতলা) আসনে জামায়াত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা না হয়েও প্রচার- প্রচারনা চালানোর অভিযোগ উঠেছে।অভিযোগটি সহকারি রিটার্নিং অফিসারের মাধ্যমে জেলা রিটার্নিং অফিসার, প্রধান নির্বাচন কমিশনার,পুলিশ সুপার, সংশ্লিষ্ট থানা ইনচার্জকে দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়, অধ্যক্ষ শাহাবুদ্দিন নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয়ে পোস্টার, লিফলেট, ব্যানার ফেস্টুন এমনকি সভা সমাবেশে থেকে শুরু করে সর্বোতই বীর মুক্তিযোদ্ধা পরিচয়ে প্রচার -প্রচারণা চালাচ্ছেন,যা নির্বাচন আচরণবিধির লংঘন। মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক মহসিনুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের কোথাও নাম নেই। এমন পরিচয় দেওয়ায় আমরা হতবাক বিস্মিত। মনোনয়ন পত্র বাছাইয়ে কেন নজরে এলোনা,আসন্ন সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে আমাদেরকে ভাবিয়ে তুলেছে। অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন,আমি জামায়াত করায়,আওয়ামীলীগের আমলে আমার বিরুদ্ধে অর্ধ শতাধিক মামলা দেওয়া হয়েছিল। তাছাড়াও আমার মুক্তিযোদ্ধার সকল প্রমাণাদিও রয়েছে।জাতীয় সংসদ নির্বাচনে আমিতো নতুন প্রার্থী নই, বহু পরিচিত মুখ, অনেক আগে থেকেই আমি জাতীয় সংসদ নির্বাচন করে আসছি।