চাঁদপুর জেলা পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে বিভিন্ন স্থান থেকে মোট ২,৫৯০ (দুই হাজার পাঁচশত নব্বই) পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধারসহ ০৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ২৯/০১/২০২৬ ইং তারিখ শাহরাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, অফিসার ইনচার্জ চাঁদপুর-এর তত্ত্বাবধানে এসআই মো. আতোয়ার রহমান ও সঙ্গীয় ফোর্স শাহরাস্তি থানাধীন টামটা উত্তর ইউনিয়নের ওয়ারুক (সেতার খান বাড়ী) এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ধৃত আসামী মো. রুবেলের চাচা আনোয়ারের বসতঘর থেকে আসামী মো. রুবেল মিয়া (৩২), পিতা- মো. দেলোয়ার হোসেন খান, মাতা- অজুফা বেগম, সাং- ওয়ারুক (সেতার খান বাড়ী), টামটা উত্তর ইউপি, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর-কে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। একই দিনে শাহরাস্তি মডেল থানার এসআই মো. খায়রুল আলম ও সঙ্গীয় ফোর্স শাহরাস্তি থানাধীন পৌরসভার উপলতা পশ্চিম এলাকার তিন রাস্তার মোড়, পাটোয়ারী বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী পারভেজ হোসেন শুভ (২০), পিতা- বিলাল হোসেন, মাতা- পারভীন আক্তার, সাং- সোনাপুর (চৌকিদার বাড়ী) এবং মেহেদী হাসান সজীব (৩০), পিতা- হুমায়ুন কবির, মাতা- ফজিলাতুন্নেছা, সাং- সোনাপুর (মোল্লা বাড়ী), উভয় থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর-কে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। অপরদিকে, অতিরিক্ত পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হোসনাইন সানীব, চাঁদপুর এর দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল ও সঙ্গীয় ফোর্স মতলব উত্তর থানাধীন সাদুল্লাপুর ইউনিয়নের পশ্চিম পুটিয়ার পাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাবেক ইউপি সদস্য ফয়েজ মেম্বারের বসতঘরের ভিতর হতে আসামী মো. সাকিল হোসেন (২৫), পিতা- খঘু মোল্লা, মাতা- রহিমা বেগম, সাং- মান্দারতলী প্রাধান বাড়ী এবং রিমা আক্তার (৩৪), পিতা- খঘু মোল্লা, স্বামী- ফয়েজ (সাবেক ইউপি সদস্য), সাং- পশ্চিম পুটিয়ার পাড় (অজি বাড়ী), উভয় থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুর-কে ২,৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সকল আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।