ঝিকরগাছায় প্রতিবন্ধী ভ্যানচালক খুন

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) : | প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৬, ০৪:৩৬ পিএম
ঝিকরগাছায় প্রতিবন্ধী ভ্যানচালক খুন

যশোরের ঝিকরগাছায় শামীম পারভেজ (২১) নামের এক প্রতিবন্ধী ভ্যানচালক খুন হয়েছেন। তিনি ঝিকরগাছা পৌর সদরের কীর্তিপুর গ্রামের হায়াতুল ইসলামের ছেলে। পুলিশ ধারণা করছে, প্রতিবন্ধীর ভ্যান ছিনতাই করে  তাকে হত্যা করে ছিনতাকারীরা পালিয়েছেন। ঝিকরগাছা থানার পুলিশ জানান, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে প্রতিবন্ধী শামীম পারভেজ (২১) ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। পরদিন শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১ টার সময় ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের তৌহিদুল ইসলাম একটি কলাবাগানে অপরিচিত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর এলাকাবাসী ঝিকরগাছা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। সেখানে শামীম পারভেজের (২১) মরদেহটি গলায় ফাঁস লাগানো এবং মুখ লুঙ্গি দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়। মরদেহটি নিয়ে থানায় নিয়ে আসা হয়েছে। বিকাল (৪ টায়) ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জামাল আলম জানান, প্রতিবন্ধী শামীম পারভেজ ভ্যান চালিয়ে দিন যাপন করতেন। ধারণা করা হচ্ছে,  ছিনতাইকারীরা তাকে হত্যা করে ভ্যান নিয়ে পালিয়ে গেছে। মরদেহটি মর্গে পাঠানোর জন্য থানায় রয়েছে। কোন মামলা হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে