ইন্দুরকানীতে

বরযাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে, আহত ৬

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৬, ০৫:২২ পিএম
বরযাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে, আহত ৬

পিরোজপুরের ইন্দুরকানীতে বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বাসচালকসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরবলেশ্বর ডাকবাংলো সংলগ্ন যাই মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মোরেলগঞ্জ থেকে বরযাত্রী নিয়ে চন্ডিপুরের উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি। পথিমধ্যে যাই মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে আঘাত করে। দুর্ঘটনায় আহতরা হলেন খান ক্লাসিক পরিবহনের চালক ইমরান হোসেন এবং যাত্রী মোঃ তোফাজ্জল হোসেন জমাদার, নুরুল ইসলাম, সাফায়েত, হুজাইফা ও জুনায়েদ। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন।

আপনার জেলার সংবাদ পড়তে