ধামইরহাটে ভিক্ষুকদের মেহমান বানিয়ে জন্মদিন পালন

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৬, ০৬:২২ পিএম
ধামইরহাটে ভিক্ষুকদের মেহমান বানিয়ে জন্মদিন পালন

জন্মদিন মানেই ভাল আয়োজন-মানসম্মত খাবার ও সম্পদশালী মেহমানদের আনন্দ আড্ডায় ভরপুর সেই দিনটি, যা অনেকেই করে থাকেন উৎসব মুখর পরিবেশে, প্রচারনা চালান সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে গরীব-অসহায়দের ভুলেও কেউ দাওয়াত করে না। কিন্তু অন্যের দ্বারে দ্বারে হাত পেতে চেয়ে নিয়ে যাদের জীবন চলে আঞ্চলিক ভাষায় যারা ভিক্ষুক নামে পরিচিত, সেই ভিক্ষুকদের মেহমান হিসেবে দাওয়াত দিয়ে ব্যতিক্রমী জন্মদিন পালন করেছেন নওগাঁর ধামইরহাটে ভূমি আপিল বোর্ডের অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) আবু হেনা মো. মোস্তফা কামাল। গতকাল দিনটি ছিল অতিরিক্ত সচিব আবু হেনা মো. মোস্তফা কামালের ৬৫ তম জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে ভিক্ষুক পূনর্বাসনসহ অসহায়দের নিয়ে কাজ করা মানবসেবা সংগঠনের সহযোগিতায় কেক কেটে ভিক্ষুকদের নিয়ে জন্মদিন পালনের আয়োজন করেন অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা । এ সময় অতিরিক্ত সচিব আবু হেনা মো. মোস্তফা কামাল বলেন,‘ সরকারি চাকুরী করাকালীন ভি-ভিআইপি পরিবেশে জন্মদিন পালন হলেও যে আনন্দ পাইনি, আজ অসহায় ভিক্ষুকদের নিয়ে জন্মদিন পালন করে আমি আমার জীবনের এক ভিন্ন স্বাদ পেয়েছি, যা আমার চাকরি জীবনে কখনো পাইনি, সমাজ ব্যবস্থায় যাদের মানুষ বাড়ীতে বসে খাইতে দিতেও সংকোচবোধ করে আমি তাদের দাওয়াত দিয়ে জন্মদিনের মেহমান বানিয়ে এক আলাদা তৃপ্তি পেয়েছি, আমি অসহায় মানুষের পাশে থেকে জীবনের বাকীটুকু সময় কাটাতে চাই।’ অনুষ্ঠানে দোয়া মোনাজাত করেন মাওলানা আব্দুল ওয়াহেদ। ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত মো. জালাল বলেন,‘আজ আমরা ভিক্ষুক হয়েও সরকারি উচ্চ কর্মকর্তার জন্মদিনের মেহমান হয়ে নিজেদের নিয়ে গর্ভবোধ করছি, সমাজে এমন মানুষ আছে জন্যই আমরা ভালো আছি। ’অপর ভিক্ষুক মোসা. ফুলমতি বলেন,‘মানুষের বাড়িতে রান্নার গন্ধশুনে জানতে পারি যে, যে এই বাড়ীতে জন্মদিন পালন হচ্ছে, কিন্তু কখনো যেতে পারিনি। আজ আমরা আমরা সচিব স্যারের জন্মদিনের মেহমান, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি।’ মানবসেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাসেল মাহমুদ বলেন,‘মানবসেবা সংগঠন সমাজের পিছিয়ে পড়া ও অসহায়দের নিয়ে কাজ করে থাকে, তাদের পূনর্বাসন, প্রতি মাসে মান সম্মত খাবার, অসহায়দের বাড়ীঘর নির্মান ও সংস্কারসহ ছাগল বিতরণ কর্মসূচি চলমান আছে। আগামীতে তাদের ভবিষ্যৎ সঞ্চয় সৃষ্টি সহ তাদের ভিক্ষাবৃত্তি থেকে ফেরাতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 


আপনার জেলার সংবাদ পড়তে