বাবুগঞ্জে লাঙ্গল প্রতীকের পক্ষে উপজেলা ছাত্র সমাজের উদ্যোগে ভোট প্রার্থনা করে গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৪টায় বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা কেদারপুর খেয়াঘাট থেকে বিপুল সংখ্যক ভ্যান নিয়ে র্যালি সহকারে কেদারপুরের বেলতলা, নিমতলা, এমপির হাট, স্টিমারঘাট বাজার ও ক্লাবগঞ্জ বাজার প্রদক্ষিণ করেন। এ সময় তারা সাধারণ ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন। নেতাকর্মীরা বলেন, বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার সার্বিক উন্নয়নের স্বার্থে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নেই। উন্নয়ন, স্থিতিশীলতা ও জনগণের কল্যাণে সবাইকে লাঙ্গল প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এ সময় বাবুগঞ্জ উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক মো. সালাউদ্দিন মুন্না বলেন, লাঙ্গল প্রতীক উন্নয়নের প্রতীক। বাবুগঞ্জ-মুলাদীর উন্নয়ন এগিয়ে নিতে তরুণ সমাজকে লাঙ্গল প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যুগ্ম আহ্বায়ক ও কেদারপুর ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি আসিফ হোসেন বলেন, ছাত্রসমাজ সবসময় দেশের কল্যাণে কাজ করেছে। আগামী দিনে উন্নত বাবুগঞ্জ গড়তে আমরা লাঙ্গল প্রতীকের পক্ষে মাঠে রয়েছ। তিনি বলেন, মানুষের প্রত্যাশা পূরণে লাঙ্গল প্রতীকই সবচেয়ে উপযুক্ত। তরুণ প্রজন্ম উন্নয়নের স্বার্থে লাঙ্গল প্রতীকে ভোট দেবে। এছাড়াও গণসংযোগে ফারদিন হোসেন, নাজমুল হকসহ জাতীয় পার্টির অঙ্গসংগঠন জাতীয় ছাত্র সমাজের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।