সোনারগাঁয়ে বিএনপি প্রার্থীর পক্ষে কামালের গণসংযোগ

এফএনএস (ফজলে রাব্বী সোহেল; সোনারগাঁও, নারায়ণগঞ্জ) : | প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৩ পিএম
সোনারগাঁয়ে বিএনপি প্রার্থীর পক্ষে কামালের গণসংযোগ

সোনারগাঁয়ে বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে গতকাল শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল ব্যাপক গণসংযোগ করেন। সোনারগাঁও পৌরসভা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম মোল্লার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কামাল এ গণসংযোগে অংশ নেন। এসময় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী আনোয়ার হোসেন, এ্যাডঃ সোলায়মান, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আবু সালেহ স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক আতা রাব্বী জুয়েল, মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, মুক্তিযোদ্ধা আছলাম মিয়া, মুক্তিযোদ্ধা চাঁন মিয়া, মুক্তিযোদ্ধা রতন মিয়া, বিএনপি নেতা সুজা খাঁন, খোকন মিয়া, ফারুক মিয়া, হারুন মিয়া, নেয়া মদ্দিন সহ প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় এটিএম কামাল সোনারগাঁও পৌরসভার আদমপুর বাজার, দুলালপুর বাজার, পানাম নগর, সোনারগাঁ জাদুঘরের কারুপল্লী, পাটালপাড়া, অর্জুন্দী সহ বিভিন্ন এলাকা ঘুরে বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য সাধারণ মানুষের কাছে আহবান জানান এবং ধানের শীষের লিফলেট বিতরণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে