বিএনপির শতাধিক নেতকর্মীদের জামায়াতে যোগদান

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ৩০ জানুয়ারী, ২০২৬, ০৯:০৮ পিএম | প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৬, ০৯:০৮ পিএম
বিএনপির শতাধিক নেতকর্মীদের জামায়াতে যোগদান

বরিশালের বানারীপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ মাহবুব মাস্টারসহ প্রভাবশালী ছয় বিএনপি নেতার নেতৃত্বে তাদের শতাধিক কর্মী সমর্থকরা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।  শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার বাইশারী বাজার সংলগ্ন নূরানী ক্যাডেট মাদ্রাসা প্রাঙ্গনে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) সংসদীয় আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা মার্কার প্রাথী বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল মান্নান মাস্টারের নির্বাচনী উঠান বৈঠকে তারা যোগদান করেছেন। জামায়াতে যোগদান করা অন্যান্য নেতারা হলেন, বানারীপাড়া পৌর কৃষকদলের আহবায়ক মো. গফ্ফার হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি মো. সিদ্দিক মল্লিক, উপজেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাফর তালুকদার, ইলুহার বিএনপির সাবেক সভাপতি ডা. নুরুজ্জামান, , উদয়কাঠী ইউনিয়রন বিএনপির সাবেক সভাপতি কাঞ্চন তালুকদার, বিশারকান্দি ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আব্দুস সালামসহ শতাধিক নেতাকর্মী।সূত্র মতে, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির অন্যতম সদস্য, বানারীপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ মাহবুব মাস্টার ও তার সমর্থকদের সাথে বরিশাল-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী এস সরফুদ্দিন আহম্মেদ সান্টুর মতবিরোধ ছিলো। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে সরফুদ্দিন আহম্মেদ সান্টু একবারের জন্যও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ মাহবুব মাস্টারসহ অন্যন্য নেতাকর্মীদের ডাকেননি। এমনকি স্ব-উদ্যোগে তারা কাজ করতে চাইলেও তাদের নিরুৎসাহিত করেন সান্টু। এ কারনে বিএনপির এসব নেতারা বিএনপি প্রার্থীর ওপর চরমভাবপ ক্ষুব্ধ হয়ে উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মাহমুদ মাহবুব মাস্টার এবং পৌর কৃষক দলের আহ্বায়ক আ. গাফফার হোসেন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জেলা আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগের কারণ হিসেবে মাহবুব মাস্টার বলেন, চার দশক নিষ্ঠার সঙ্গে দলের কাজ করেও আমি লাঞ্ছিত ও বঞ্চিত হয়েছি। দলে এখন টাকায় মনোনয়ন বিক্রি হয় এবং নেতাদের কাছে কর্মীরা প্রতারিত হচ্ছে। যে কারনে দলের ত্যাগী নেতারা বঞ্চিত হচ্ছেন। মাহবুব মাস্টার আরও জানান, তিনি দলের কাছে নিগৃহিত হয়েই শুক্রবার বিকেলে উপজেলার বাইশারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর একটি উঠান বৈঠকে তিনিসহ তার শতাধিক অনুসারীরা জামায়াতে যোগদান করেছেন।  এ বিষয়ে বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন জানান, পদত্যাগের কথা শুনেছেন তবে জামায়াতে যোগদান করেছেন এ কথা তার জানা নেই।  তিনি বলেন, মাহবুব মাস্টারের অভিমান ভাঙিয়ে তাকে দলে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে