কক্সবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে ঈদগাঁওতে জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। তবে মিছিলটি নির্বাচনী মিছিলে পরিণত হয়। মিছিল ও পথসভায় জনতার ঢল নামে। ৩০ জানুয়ারী (শুক্রবার) বাদে আছর এ মিছিলটি বাজারের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বের হয়। যা আহ্বান করে জামাতে ইসলামী ঈদগা উপজেলা। মিছিলটি বঙ্কিম বাজার, আলমাছিয়া ফাজিল মাদ্রাসা সড়ক হয়ে ঈদগাঁওর গরু বাজার প্রদক্ষিণ করে । পরে বাস স্টেশনে এসে নিবার্চনী পথসভায় রূপ নেয়। মিছিলে হাত নেড়ে শুভেচ্ছা জানান (কক্সবাজার ৩) তথা সদর, রামু ও ঈদগাঁও আসনের দাঁড়ি পাল্লা মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শহীদুল আলম বাহাদুর (ভিপি বাহাদুর)। এতে ১০ দলীয় ঐক্যজোটের ঐক্যবদ্ধ বাংলাদেশ প্যানেলের শরীক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ঈদগাঁও উপজেলা জামায়াতের আমীর ছলিম উল্লাহ জিহাদীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আজীমের পরিচালনায় বাস স্টেশনে বক্তব্য রাখেন দাঁড়ি পাল্লা প্রতীকের পদপ্রার্থী শহিদুল আলম বাহাদুর, জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোছাইন চেয়ারম্যান, কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভেকেট ছলিম উল্লাহ বাহাদুর, খেলাফত মজলিসের জেলার সিনিয়র সহ-সভাপতি শহীদ উল্লাহ মিয়াজী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এডভোকেট এস, কে, ফারুকী, এনসিপির ঈদগাঁও উপজেলা প্রতিনিধি ফারুক, রহিম চৌধুরী প্রমুখ। মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারী অন্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন খেলাফত মজলিস ঈদগাঁও উপজেলার সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন, সহ-সভাপতি কলিমুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক নাজির হোসাইন, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, অধ্যাপক মমতাজ উদ্দিন মহসিন, লায়েক ইবনে ফাজেল, খেলাফত মজলিস পোকখালী ইউনিয়ন সভাপতি রফিক, জালালাবাদ সভাপতি হারুন, বাংলাদেশ ছাত্র শক্তির প্রতিনিধি এম, রুবায়েত আদেল সহ জোট বক্তা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাদে জুমা থেকে ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়ন ইসলামপুর, ইসলামাবাদ, পোক খালী, জালালাবাদ ও ঈদগাঁও ইউনিয়নের পাড়া- মহল্লা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে হাইস্কুল মাঠে জমায়েত হন নেতাকর্মীরা। বাদে আসর মূল মিছিলে বিপুল জনতার ঢল নামে।