বাগমারায় ডা. আব্দুল বারীর নির্বাচনী গণসংযোগ

এফএনএস (বাগমারা, রাজশাহী) | প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৬, ০৯:২০ পিএম
বাগমারায় ডা. আব্দুল বারীর নির্বাচনী গণসংযোগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৪ (বাগমারা) আসনে নির্বাচনী তৎপরতা বাড়ছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার বাগমারা উপজেলার দ্বীপপুর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন। শুক্রবার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ডা. আব্দুল বারী সরদার দ্বীপপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি একাধিক স্থানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন। গণসংযোগকালে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও তরুণ ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি। ভোটাররা এলাকার উন্নয়ন, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধা সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পথসভায় বক্তব্যে ডা. আব্দুল বারী বলেন, “জনগণের প্রত্যাশা অনুযায়ী সৎ ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করা জরুরি। নির্বাচিত হলে মানুষের মৌলিক সমস্যাগুলো সমাধানে কাজ করাবো। ”তিনি জানান, কৃষি খাতের উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান, উন্নত স্বাস্থ্যসেবা এবং অবকাঠামো উন্নয়ন তার কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ। গণসংযোগ ও পথসভায় বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দ্বীপপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকে ঘিরে ভোটারদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আসন্ন নির্বাচনে বাগমারা আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার জেলার সংবাদ পড়তে