আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৪ (বাগমারা) আসনে নির্বাচনী তৎপরতা বাড়ছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার বাগমারা উপজেলার দ্বীপপুর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন।
শুক্রবার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ডা. আব্দুল বারী সরদার দ্বীপপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি একাধিক স্থানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন।
গণসংযোগকালে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও তরুণ ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি। ভোটাররা এলাকার উন্নয়ন, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধা সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
পথসভায় বক্তব্যে ডা. আব্দুল বারী বলেন,
“জনগণের প্রত্যাশা অনুযায়ী সৎ ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করা জরুরি। নির্বাচিত হলে মানুষের মৌলিক সমস্যাগুলো সমাধানে কাজ করাবো। ”তিনি জানান, কৃষি খাতের উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান, উন্নত স্বাস্থ্যসেবা এবং অবকাঠামো উন্নয়ন তার কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ।
গণসংযোগ ও পথসভায় বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দ্বীপপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকে ঘিরে ভোটারদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আসন্ন নির্বাচনে বাগমারা আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।