ব্রাহ্মণবাড়িয়া ডিপিএফ'র মাসিক সভা

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৬, ০৯:৩৭ পিএম
ব্রাহ্মণবাড়িয়া ডিপিএফ'র মাসিক সভা

ব্রাহ্মণবাড়িয়া জেলা পলিসি ফোরামের (ডিপিএফ'র) জানুয়ারি-২০২৬ এর মাসিক সভা অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সভাপতি মো. আরজু মিয়া। বক্তব্য রাখেন- ডিপিএফ'র সদস্য এস. এম শাহিন, মো. আবু তাহের ভূঁইয়া, মো. আশিকুর রহমান, মো. আইয়ুব খান, মোছা. শিরিন আক্তার, নারায়ণ চক্রবর্তী, মোছা. মদিনা বেগম, মেহেদী হাসান রজত, মো. আলমগীর মিয়া ও মো. নাঈম। সভায় গত সভার আলোচ্য বিষয়ের উপর গুরুত্বসহ আলোচনা করা হয়। পরে জেলার বর্তমান বাল্যবিয়ে ও মাদকের পরিস্থিতির উপর বিশদ আকারে মতবিনিময় করেন বক্তারা। বক্তারা বলেন, জেলায় পূর্বের তুলনায় বাল্যবিয়ে উল্লেখযোগ্য হারে হ্রাস পেলেও মাদকের বিস্তৃতি আশানুরুপ হারে প্রতিরোধ হয়নি। তাই স্কুল কলেজ ও স্থানীয় জনপ্রতিনিদের সাথে এসব বিষয়ে আলোচনা সভা সহ অন্যান্য কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। সেই সাথে জেলার প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে সামাজিক নিরাপত্তা বেষ্টনির  সুবিধাভোগি ও জনপ্রতিনিধিদের সাথে ই- গভর্ন্যান্সের উপর সকলের দক্ষতা বৃদ্ধির জন্য সভা/ কর্মশালা করার সিদ্ধান্ত নেয়া হয়। সবশেষে সভাপতি মহোদয় সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে