সেনবাগে বিএনপির আহবায়ক ভিপি ও যুগ্ম আহবায়ক বহিষ্কার

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৬, ০৯:৫১ পিএম
সেনবাগে বিএনপির আহবায়ক  ভিপি ও যুগ্ম  আহবায়ক বহিষ্কার

নোয়াখালী -২ (সেনবাগ - সোনাইমুড়ী আংশিক আসনে) বিএনপি মনোনিত ধানের শীষ মার্কার প্রার্থীর সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুকের পক্ষে কাজ না করে, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারনা চালানো সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ সেনবাগ পৌরসভা বিএনপির আহবায়ক ভিপি মফিজুল ইসলাম ও যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লিটনকে বিএনপি প্রাথমিক সদস্য পদ সহ দলের সকল পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। শুক্রবার ৩০ জানুয়ারি দলের দপ্তরের দায়িত্ব প্রাপ্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির স্বাক্ষরিত এক চিঠিতে ওই বহিষ্কার আদেশ প্রদান করা হয়। এরআগে বৃহস্পতিবার ( ২৯ জানুয়ারি) নোয়াখালী জেলা বিএনপির ভিপি মফিজুল ইসলামকে অব্যাহতি দেয়। কিন্ত আজ শুক্রবার জেলা কর্তৃক অব্যাহতির প্রদানের চিঠিটি সংশোধন করে কেন্দ্রীয় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে ভিপি মফিজুল ইসলাম ও যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লিটনকে দলের প্রাথমিক সদস্য পদ সহ বিএনপির সকল পদ থেকে বহিষ্কার করে। বহিষ্কারের চিঠির একটি কপি সন্ধ্যায় সেনবাগ প্রেসক্লাবের সাংবাদিকের নিকট হস্তান্তর করে সেনবাগ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে