আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (আগৈলঝাড়া ও গৌরনদী) আসনের ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের প্রচারনার কাজে গিয়ে দুইজন নারী কর্মীকে হেনেস্তা ও একজন পুরুষ কর্মীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৩১ জানুয়ারি) সকালে গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামে। ওইদিন বিকেলে ফুটবল মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান অভিযোগ করে বলেন, প্রচারনা শুরুর পর থেকে প্রতিদ্বন্ধী ধানের শীষ মার্কার প্রার্থীর সমর্থকরা তার (ফুটবল) সমর্থকদের ওপর একের পর এক হুমকি ও হামলা চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় শনিবার সকাল সাড়ে দশটার দিকে ধুরিয়াইল এলাকায় ফুটবল মার্কার সমর্থনে বাড়িতে বাড়িতে জনসংযোগ করতে গিয়ে তার দুইজন নারী কর্মীকে হেনেস্তা ও একজন পুরুষ কর্মীকে মারধর করা হয়েছে। মারধরে আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থক তাইজুদ্দিন সরদার অভিযোগ করে বলেন-শনিবার সকালে কর্মী-সমর্থকদের নিয়ে ধুরিয়াইল এলাকায় ফুটবল মার্কার পক্ষে ভোট চাওয়ার জন্য যাই। এসময় ধানের শীষ মার্কার প্রার্থী জহির উদ্দিন স্বপনের সমর্থক ছিন্টু মৃধা, মশিউর রহমানসহ তাদের ৫/৬ জন সমর্থকরা গণসংযোগে বাঁধা প্রদান করে আমাকে মারধর করে আহত করে। এছাড়াও নারী কর্মীদের চরমভাবে হেনেস্তা করা হয়। ফুটবল মার্কার কয়েকজন নারী সমর্থকরা অভিযোগ করে বলেন, যেখানেই ফুটবল মার্কার প্রচারনায় যাই, সেখানেই ধানের শীষ মার্কার সমর্থকরা আমাদের প্রচারণায় বাঁধা দেয়। শনিবার ধুরিয়াইল গ্রামে প্রচারনার সময় জহির উদ্দিন স্বপনের অনুসারীরা আমাদের বেঁধে রাখার হুমকি দিয়ে চরমভাবে হেনেস্তা করে। স্ব^তন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, ভোট গ্রহনের পূর্বে ধানের শীষের প্রার্থীর সমর্থকরা এলাকায় একটি ভীতিকর পরিবেশ তৈরি করতে চায়। বিষয়টি আমি প্রশাসনকে জানিয়েছি। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইব্রাহীম জানিয়েছেন, খবরপেয়ে ঘটনাস্থলে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। সুষ্ঠু পরিবেশ কেউ নষ্ট করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।