নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪:০০টায় কুতুবপুর ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী কুতুবপুর ইউনিয়ন আমির মাওলানা ছাখাওয়াত উল্যাহর সভাপতিত্বে ও সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরাহ্ সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতের আমীর শিক্ষাবিদ ইসহাক খন্দকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারী ও বেগমগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন। বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু জায়েদ, নায়েবে আমির মাওলানা মোবাশ্বের হোসাইন, বেগমগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, সহকারি সেক্রেটারি আবদুল মতিন বিএসসি, চট্টগ্রামের বিশিষ্ট ব্যাবসায়ী শানিমা গ্রুপের চেয়ারম্যান সাহাব উদ্দিন মোল্লা। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তরের সভাপতি মশিউর রহমান ফাহাদ, জামায়াত ইসলামি ১২নং কুতুবপুর ইউনিয়নের টিম সদস্য ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা নুরুল আলম, জামায়াত ইসলামি কুতুবপুর ইউনিয়নের নব নিযুক্ত সেক্রেটারি হাফেজ মাওলানা ইয়াছিন আরাফাত টিপু। এছাড়াও জামায়াত ইসলামি সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগন বক্তব্যে বলেন, গত ১৬ বছরে আমাদের প্রতিটি অফিসে তালা, ঘরে ঘরে চিরুনি অভিযান, গুম, খুঁন, পিটিয়ে হত্যা করা হয়েছে, জেল জুলুম, এবং অসংখ্য নেতাকে অন্যায় ভাবে ফাঁসিতে ঝুলানো হয়েছে। তা এ-দেশের মানুষ দেখেছে। তাই তাদেরকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবী জানানো হয়।