সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান- একসময় নিয়মিতই আইপিএল খেলতেন দুজনে। এবার অবশ্য তাদের কারও প্রতিই আগ্রহ দেখায়নি আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা। তবে আইপিএলের সময়ই মাঠে গড়াতে যাওয়া পিএসএলের ড্রাফটে এই দুই বাংলাদেশি ক্রিকেটার আছেন সর্বোচ্চ পারিশ্রমিকের ক্যাটাগরি প্লাটিনামে। সাকিব-মুস্তাফিজ ছাড়াও বিশ্বের শীর্ষ তারকাদের অনেকে জায়গা পেয়েছেন প্লাটিনাম ক্যাটাগরিতে। পিএসএল ড্রাফটের প্রাক্বালে প্রকাশ করা হয়েছে প্লাটিনাম ক্যাটাগরির ক্রিকেটারদের তালিকা। সবচেয়ে বেশি ক্রিকেটার আছেন অস্ট্রেলিয়া থেকে। এই ক্যাটাগরিতে থাকা ৪৩ ক্রিকেটারের মধ্যে ১৩ ক্রিকেটারই অস্ট্রেলিয়ার। ইংল্যান্ডের ক্রিকেটার ৮ জন, নিউজিল্যান্ডের ৮ জন। বাংলাদেশের মতো আফগানিস্তান ও শ্রীলঙ্কারও আছেন ২ জন। দক্ষিণ আফ্রিকা থেকে আছেন ৪ জন। ওয়েস্ট ইন্ডিজের ৫ জন। প্লাটিনাম ক্যাটাগরি থেকে অবশ্য সবার দল পাওয়ার সুযোগ নেই। যারা প্লাটিনাম ক্যাটাগরি থেকে দল পাবেন না, স্বয়ংক্রিয়ভাবে তাদের নাম চলে যাবে ডায়মন্ড ও গোল্ড ক্যাটাগরিতে। ইতোমধ্যে প্রতিটি দলের রিটেনশন তালিকায় বেশ কয়েকজন পাকিস্তানি প্লাটিনাম ক্যাটাগরির ক্রিকেটার রয়েছেন। ইসলামাবাদ ইউনাইটেড শাদাব খান, নাসিম শাহ ও ইমাদ ওয়াসিমকে; করাচি কিংস হাসান আলীকে; লাহোর কালান্দার্স ফখর জামান, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফকে; মুলতান সুলতান্স মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ ও উসামা মীরকে; পেশোয়ার জালমি বাবর আজম ও সাইম আইয়ুবকে এবং কোয়েট্টা গ্ল্যাডিয়ের্স মোহাম্মদ আমিরকে প্লাটিনাম ক্যাটাগরির লোকাল ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে। এই ক্যাটাগরির একেকজন ক্রিকেটার ১ লাখ ৩০ হাজার ডলার থেকে দেড় লাখ ডলার পর্যন্ত পেয়ে থাকেন। পাকিস্তানি মুদ্রায় সর্বোচ্চ পারিশ্রমিক হতে পারে ৪ কোটি রুপি। বাংলাদেশের ক্রিকেটাররা বাংলাদেশি মুদ্রায় পেতে পারেন সোয়া এক কোটি টাকার মতো।
পিএসএলের ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা বিদেশি ক্রিকেটারদের তালিকা-
আফগানিস্তান : মুজিব উর রহমান, নাভিন উল হক
অস্ট্রেলিয়া : অ্যাশটন অ্যাগার, ক্রিস লিন, কুপার কনোলি, ড্যানিয়েল স্যামস, ডেভিড ওয়ার্নার, জেসন বেহরেনডর্ফ, মার্ক স্টেকেটি, ম্যাথু শর্ট, মইসেস হেনরিকস, রিলি মেরেডিথ, শন অ্যাবট, উসমান খাজা, উইলিয়াম সাদারল্যান্ড
বাংলাদেশ : সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান
নিউজিল্যান্ড : অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, ফিন অ্যালেন, জিমি নিশাম, মার্ক চ্যাপম্যান, মাইকেল ব্রেসওয়েল, টিম সাউদি, কেন উইলিয়ামসন
ইংল্যান্ড : অ্যালেক্স হেলস, জেসন রয়, জো ক্লার্ক, লরি ইভান্স, স্যাম বিলিংস, টম কারান, টম কোহলার-ক্যাডমোর, টিমাল মিলস
দক্ষিণ আফ্রিকা : ইমরান তাহির, রাসি ভন ডার ডুসেন, রিজা হ্যানড্রিকস, তাবরাইজ শামসি,
শ্রীলঙ্কা : চারিথ আসালঙ্কা, কুশল মেন্ডিস
ওয়েস্ট ইন্ডিজ : আলজারি জোসেফ, এভিন লুইস, জেসন হোল্ডার, জনসন চার্লস, শাই হোপ