পিরোজপুরের ভাণ্ডারিয়ার ইকরি ইউনিয়নের চরবোতলা গ্রামে কাচা নদীর তীরে অজ্ঞাতপরিচয় এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৩টায় স্থানীয়রা নদীর পাড়ে লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ বিষয়টির সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানীর পাড়েরহাট নৌ পুলিশ ফাঁড়িকে অবহিত করেন। পরে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালাম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসেন। উদ্ধারকৃত লাশটি ১০-১২ বছর বয়সী এক কিশোরের বলে ধারণা করা হচ্ছে। লাশের শরীরে কালো রঙের টি-শার্ট ও হাফ প্যান্ট পরিহিত ছিল। লাশের ডান হাতে ব্যান্ডেজ দেখা গেছে। রবিবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশটি কয়েকদিনের পুরনো হওয়ায় শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে পাড়েরহাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালাম বলেন, লাশটি অজ্ঞাতপরিচয় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানায় অপমৃত্যু মামলা হবে।