শেরপুরে ভারতীয় চিনিসহ চোরাকারবারি আটক

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : : | প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৪, ১২:১৭ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
শেরপুরে ভারতীয় চিনিসহ চোরাকারবারি আটক

শেরপুরে দুই ট্রাকে ভর্তি ১২৫ বস্তায় ৬ হাজার ১৭৫ কেজি ভারতীয় চিনিসহ আশরাফুল আলম সোহাগ (৪৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর। শেরপুর সদর উপজেলার চুনিয়ারচর এলাকায় অভিযান চালিয়ে চোরাই পথে আনা এসব অবৈধ চিনি উদ্ধার করা হয়। আটক আশরাফুল আলম সোহাগ সদর উপজেলার চুনিয়ারচরের আব্দুল খালেকের ছেলে। র‌্যাব ১৪ সিপিসি ১ অপারেশনস্ এন্ড মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। র‌্যাব জানায়, গত ২৯ নভেম্বর র‌্যাব-১৪ সিপিসি-১ এক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শেরপুর জেলা সদরের চুনিয়ারচর এলাকার চরপক্ষীমারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তার পশ্চিম পাশে আশরাফুল আলম সোহাগ চোরাচালানকৃত ভারতীয় চিনি বস্তা ট্রাকে লোড করছে। র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এসময় অভিযান চালিয়ে সোহাগকে আটক করে এবং তার হেফাজতে থাকা ৫০ কেজি ওজনের ১১০ বস্তায় ৫ হাজার ৫শ কেজি এবং অপর ১৫টি খোলা বস্তায় ৬৭৫ কেজিসহ মোট ৬ হাজার ১৭৫ কেজি চোরাইপথে আনা অবৈধ ভারতীয় চিনিসহ দুইটি ট্রাক জব্দ করে। র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, আটক আসামীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে