'স্প্রিংকলার ইরিগেশান'

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৫, ০২:৫৯ পিএম
'স্প্রিংকলার ইরিগেশান'

শ্রীমঙ্গলের চা শিল্পাঞ্চলে এখন চলছে 'স্প্রিংকলার ইরিগেশান'। এখন শুস্ক মৌসুম। বৃষ্টি নেই। চায়ের জন্য পর্যাপ্ত পানির প্রয়োজন। তাই চা-বাগানের ইয়াং টি অর্থাৎ নতুন চা চারা গাছকে বাঁচাতে স্প্রিংকলার ইরিগেশনের মাধ্যমে নতুন চা গাছে পানি সরবরাহ করা হচ্ছে। যা নতুন চা গাছের মাটিতে পর্যাপ্ত ময়েশ্চারের ঘাটতি থেকে গাছকে রক্ষা করবে এবং পাতা সবুজ ও সতেজ থাকবে। নতুন চা গাছ দুর্বল হবে না এবং মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। এটি একটি মনোরম দৃশ্য। পর্যটক ও দর্শনার্থীরা চা-বাগান ঘুরতে এসে এ দৃশ্য দেখে কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ান। উপভোগ করেন সৌন্দর্যময় এ দ্শ্যৃ। ছবিটি গতকাল সোমবার দুপুরে শ্রীমঙ্গলের ফুলছড়া চা-বাগান থেকে তোলা।

আপনার জেলার সংবাদ পড়তে