কাউখালীতে কৃষক ক্ষেতমজুর সমিতির সমাবেশ

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : : | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৪, ০২:৫৯ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
কাউখালীতে কৃষক ক্ষেতমজুর সমিতির সমাবেশ

পিরোজপুরের কাউখালীতে ২৬নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় কৃষক খেতমজুর সমিতির আয়োজনে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতি পিরোজপুর জেলা কমিটির সভাপতি নিমাই মন্ডলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তুষার কান্তি দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য উপাধ্যক্ষ হারুন অর রশিদ, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড নিপেন্দ্রনাথ বাড়ৈ সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো, ছাত্র ,জনতা হত্যাকারীদের বিচার করা, সকল সরকারি বেসরকারি অফিসের ঘুষ, দুর্নীতি, অনিয়ম বন্ধ করা সহ ১৩ টি দাবি অবিলম্বে কার্যকরী করার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন। বক্তার আরো বলেন, ৫ আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। বর্তমান সরকারের ১০০ দিন পার হলেও শ্রমিক ,কৃষক, শ্রমজীবী মানুষের দৈনন্দিন সমস্যার কোন সমাধান হয়নি। সরকার এখনো দ্রব্যমূল্য দাম নিয়ন্ত্রণে আনতে পারেনি। সমাবেশ শেষে বিভিন্ন দাবী দাওয়া নিয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি পেশ করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে