চিরিরবন্দরে কিশোরীর আত্মহত্যা

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : : | প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৪ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
চিরিরবন্দরে কিশোরীর আত্মহত্যা

দিনাজপুরের চিরিরবন্দরে এক কিশোরী আত্মহত্যা করেছে। গত ৩০ নভেম্বর শনিবার বিকেল ৫ টায় উপজেলার পুনট্রি ইউনিয়নের উচিৎপুর গ্রামের বিমল মাস্টারের পাড়ায় এ ঘটনা ঘটেছে। সে বিশু চন্দ্র রায় ও পারুল রানীর একমাত্র মেয়ে।  জানা গেছে, ৮ম শ্রেণি পড়ুয়া মেয়েকে (১৫) তার বাবা ও মা লেখাপড়ার চাপ দিলে সে পরিবারের সকলের অজান্তে ঘরে ঢুকে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সে দুই বার অষ্টম শ্রেণিতে পড়ছে।  চিরিরবন্দর থানার উপ-পরিদর্শক নিতাই চন্দ্র রায় বলেন, মরদেহের সুরতহাল করে অন্য কোন আলামত না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে