হিলিতে বিশ্ব এইডস দিবস পালিত

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : : | প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৯ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
হিলিতে বিশ্ব এইডস দিবস পালিত

অধিকার নিশ্চিত হলে এইচআইভি এইডস যাবে চলে এমন স্লোগানে দিনাজপুরের হিলিতে র‌্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে রবিবার সকাল পৌনে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর হতে একটি র‌্যালি বাহির হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা একই সুই সিরিন্জে মাদক গ্রহন না করা, অনিরাপদ যৌনমিলনে না জড়ানোসহ বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুথ স্থাপনের মাধ্যমে এইচআইভি পরিক্ষা ও এইচআইভি রোধে পরামর্শ দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.ইলতুতমিশ আকন্দ এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ডা.হুমায়ন কবির, ডা.তন্ময় সরকার, ডা.সুলতান মাহমুদ,আপসের হিলি আউটলেট ম্যানেজার রবিউল আওয়ালসহ অনেকে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে