মহাদেবপুরে মাদক ব্যবসায়ী আটক

এফএনএস (রওশন জাহান; মহাদেবপুর, নওগাঁ) : : | প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৪, ০২:০১ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
মহাদেবপুরে মাদক ব্যবসায়ী আটক

নওগাঁর মহাদেবপুরে পুলিশ ৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ বিমান কুন্ডু (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তিনি উপজেলার রাইগাঁ ইউনিয়নের মাতাজীহাট বাজারের বিশ্বনাথ কুন্ডুর ছেলে। শনিবার দিবাগত রাতে মাতাজীহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রতন তাকে আটক করেন। পুলিশ জানায়, এব্যাপারে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ সাবেক এক ইউপি চেয়ারম্যানের প্রত্যক্ষ মদদে দীর্ঘদিন ধরে এই ব্যবসায়ী ওষুধের দোকানের আড়ালে মাদকের ব্যবসায় চালিয়ে আসছিলেন। একারণে ফ্যাসিস্ট সরকারের আমলে তার বিরুদ্ধে কোনই ব্যবস্থা নেয়া হয়নি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে