মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার বাঁলিগাও বাজারে বীজ আলু বাক্সর মধ্যে মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ বীজ আলু বিক্রেতাকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে টঙ্গিবাড়ী উপজেলার বাঁলিগাও বাজারে মূল্য তালিকা না থাকায় ব্যাবসায়ী মনির হোসেনকে ১০ হাজার, মো: আরিফ হোসেনকে ১০ হাজার, মোতাহার হোসনকে ২ হাজার করে মোট ২২ হাজার টাকা জরিমানা করেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত। এদিকে প্রকাশ্যে ধুমপান করায় দায়ে অসিম নামে এক ব্যাক্তিকে ১০০ টাকা জরিমানা করা হয়। টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো: মোস্তাফিজুর রহমান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন । এসময় সর্বাত্বক সহযোগিতা করেন টঙ্গীবাড়ি থানা পুলিশ । টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো: মোস্তাফিজুর রহমান জানান, আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে ।