বরিশালে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২৫, ০৫:৩৯ পিএম
বরিশালে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

বরিশাল সদর উপজেলার সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক হাওলাদার ওরফে মালেক মাষ্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, জেলা ও মহানগর বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলার আসামি আব্দুল মালেক হাওলাদার। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১১টার দিকে নগরীর বাটার গলির তার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক হাওলাদার সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহবায়ক।

আপনার জেলার সংবাদ পড়তে