সৈয়দপুরে জরাজীর্ণ রাস্তার সংস্কার কাজের উদ্বোধন

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : : | প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৪, ০৩:৪১ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
সৈয়দপুরে জরাজীর্ণ রাস্তার সংস্কার কাজের উদ্বোধন

নীলফামারীর সৈয়দপুরে অবশেষে জরাজীর্ণ রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করা হল। ১ ডিসেম্বর তামান্না হলের সামন থেকে ওয়াপদা পর্যন্ত ওই রাস্তা সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল মুনতাকিম,পৌর জামায়াতের আমীর শরফুদ্দিন খান, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, বিএনপির অন্যতম নেতা শওকত হায়াৎ শাহ,সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম,সহকারি প্রকৌশলী আব্দুল খালেক,কামরুল ইসলাম,হিসাব রক্ষক আবু তাহের,সমাজসেবক রবিউল আউয়াল রবি, পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি সুজন শাহসহ অনেকে। শহরের তামান্না সিনেমা হলের সামন থেকে ওয়াপদা পর্যন্ত রাস্তাটি ছিল খানাখন্দে ভরা। এক কথায় রাস্তাটি চলাচলে অনুপযোগি হয়ে পড়ে। এটি সংস্কার নিয়ে জনগনের দাবি ছিল জোড়াল। দীর্ঘদিন থেকে রাস্তা সংস্কার দাবি থাকলেও তা পুরণ করা হয়নি। ওই সময়ে দায়িত্বে থাকা পৌর মেয়র কোনভাবেই রাস্তাটি সংস্কার করতে পারেননি। এদিকে ৫ আগস্টের পর গঠিত হয় নতুন সরকার।  ছাত্র- জনতার আন্দোলনের ফসল ওই সরকার বাতিল করে দেয় পৌর পরিষদ। ফলে দায়িত্বে বসেন পৌর প্রশাসক হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর- ই- আলম সিদ্দিকী। তিনি দায়িত্ব নেয়ার পর জনদুর্ভোগ লাঘবে চলাচলের অনুপযোগী রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন। তারই প্রচেষ্ঠায় এটির কাজ শুরু করা হল। তিন কিলোমিটার এ রাস্তাটি শহরের মুল এবং প্রধান রাস্তা।  পৌর নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান,এডিবির অর্থায়নে ৬৬ লাখ ৮ হাজার ৩৩ টাকা ব্যয়ে বাস্তবায়ন করা হচ্ছে ওই কাজ। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল মুনতাকিম।  এদিকে রাস্তাটির কাজ শুরু হওয়ায় শহরের সাধারণ মানুষ একে অপরকে মিষ্টি মুখ করাচ্ছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে