কয়রায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক সেসিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কয়রা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদের সিনিয়র সায়েন্টিক অফিসার মোঃ সাগিরুল ইসলাম। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল আল মামুন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ রেজাউল করিম, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদের সিনিয়র সায়েন্টিক অফিসার মোঃ সাদিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ হাসান, সাংবাদিক আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, শিক্ষক আব্দুর রউফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রা প্রতিনিধি গোলাম রব্বানী, শিক্ষার্থী আনারুল ইসলাম, রুমা আক্তার প্রমুখ।