কালীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের আড়পাড়া গ্রামের পরামানিক পাড়াথেকে দরগা হয়ে বিহারী মোড় পর্যন্ত পাকা সড়কে একটি কালভার্ট সম্পূর্ণ ভেঙে পড়ে রয়েছে দীর্ঘ প্রায় এক বছর। কিন্তু এখন পর্যন্ত কালভার্টটি পুনঃনির্মাণ না হওয়ায় এলাকায় বসবাসরত বাসিন্দাদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ । স্থানীয় বাসিন্দারা বলেন,ঝিনাইদহ যশোর মহাসড়কের পাশ দিয়ে পরামানিক পাড়ায় ঢুকতেই পার হতে হয়এই কালভার্টটি। পৌর কর্তৃপক্ষ পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করার জন্য এক্সেভেটর মেশিন দিয়েপূর্ব থেকেই ভাঙ্গন অবস্থায় থাকা কালভার্টটি সম্পূর্ণরূপ ভেঙ্গে ফেলে। দ্রুত কালভার্টি পুনঃনির্মাণের কথা বলে তৎক্ষণাৎ একটি অস্থায়ী বাঁশের সেতু তৈরি করে দেই পৌর কর্তৃপক্ষ। সময় পরিক্রমায় বাঁশ দিয়ে নির্মিত ওই সেতুটি বর্তমানে সব ধরনের যান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।এই বাঁশের সেতু ব্যবহার করে পথচারী, বাইসাইকেল ও মোটর সাইকেলসহ হালকা যানবাহন চলাচল করতে পারলেও তা ভারী যানবাহন চলাচলের সম্পূর্ণরূপ অনুপোযোগী। ফলে এসব যানবাহনকে অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় করে দীর্ঘ পথ ঘুরে আড়পাড়ার ভেতরে নির্দিষ্ট গন্তব্যে স্থানে যেতে হচ্ছে।পৌর এলাকার মধ্যে ওয়ার্ড ভিত্তিক আড়পাড়া গ্রামে প্রবেশের অন্যতম চওড়া এ রাস্তাটির উপর বাঁশের সেতুটি ভেঙ্গে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় এলাকাবাসী। কালভার্টের পাশের একজন চা দোকানী দীপঙ্কর সাহা বলেন,প্রায় তিন মাস হলো পৌরসভার লোকজন এসে কালভার্টটি ভেঙ্গে বাঁশের সেতু করে দিয়ে গেছে। আজ পর্যন্ত পৌরসভার কেউ এসে খোঁজ নেয়নি বাঁশের সেতুটির কি অবস্থা। দুঃখজনক হলেও সত্য এই সেতুর কারণে যদি কোন দুর্ঘটনা ঘটে তার দায় কিন্তু পৌরসভা নেবেনা। আমরা বাঁশের সেতুতে ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছি। অতিসত্বর বাঁশের সেতুর স্থানে কংক্রিটের কালভার্ট নির্মাণ করে স্থানীয় জনগণের দুর্ভোগ কমাতে পৌর কর্তৃপক্ষকে কাজ শুরু করার জোর দাবি জানাচ্ছি। স্কুল,কলেজ, মাদরাসা ও বাজারগামী মানুষ প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করেন। দীর্ঘ দিন ধরে মেরামত না করার কারণে চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ ও নাজুক হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ এ সেতু দিয়ে ভারীসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে জীবনের ঝুঁকি নিয়ে। কোন কোন সেতু অনেক ক্ষয় হয়ে দুর্বল হয়ে গেছে। কালীগঞ্জ পৌরসভা নির্বাহী প্রকৌশলী কবির হাসান জানান, ঝিনাইদহ যশোর মহাসড়ক সিক্স লেন প্রকল্পে সড়ক ও জনপথ যে জায়গা রাস্তার দুধার থেকে অধিগ্রহন করছে সেই জায়গার মধ্যে পড়েছে পরামানিক পপাড়ার কালভার্টটি।যে কারণে পৌরসভার পক্ষ থেকে ওখানে আর নতুন করে কালভার্ট নির্মাণের সুযোগ নেই। সড়ক ও জনপথ বিভাগ ওই জায়গায় উন্নত মানের আধুনিক ড্রেন নির্মাণ করে দেবে। যার উপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করতে পারবে। তবে এলাকার লোক যদি বর্তমানে বাঁশের সেতুটি সংস্কারের জন্য পৌরভার লিখিত আবেদন করেন, সে ক্ষেত্রে ওই সেতুটি সংস্কার করা যেতে পারে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌর প্রশাসক দেদারুল ইসলাম জানান,আমি খোজ খবর নিয়ে দেখছি। অতিসত্বর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।