মোল্লাহাটে মামলার বিরুদ্ধে বিবাদীদের সংবাদ সম্মেলন

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : : | প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৪, ০৪:৩৩ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
মোল্লাহাটে মামলার বিরুদ্ধে বিবাদীদের সংবাদ সম্মেলন

বাগেরহাটের মোল্লাহাটে পূর্ব শত্রুতার জেরে হয়রানি মুলক মিথ্যা মামলা করা হয়েছে উল্লেখ করে ওই মামলা হতে অব্যাহতি পাওয়া সহ বাদী ও সাক্ষীদের শাস্তির দাবিতে বিবাদী পক্ষ কর্তৃক সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে প্রেসক্লাব মোল্লাহাটের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও প্রশ্নোত্তরে বিবাদী পক্ষের মোঃ ইসমাইল শেখ সহ কয়েকজন জানান, গত ১০/০৮/২০২৪ তারিখ রাত ৮টার দিকে উপজেলার দেড়বোয়ালিয়া এলাকায় মহাসড়কে ইমাদ পরিবহনের চাপে একটি নছিমন উল্টে দুর্ঘটনা ঘটে। ওই নছিমনে থাকা ৩'টি বাছুর ও ১'টি গাভীসহ চালক ও গরুর মালিক পক্ষের ৩ জন যখম হয়। যখমীদের মাঝে নছিমন চালক মোঃ রফিকুল ইসলাম মোল্লা সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। এছাড়া গরুর মালিকদের মধ্যে গুরুতর জখমী সুমন মোল্লা (২০) ও শিমুল ফকির (২৫) খুলনা হেলথ কেয়ারে ১০ দিন এবং পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। প্রকৃত ওই দুর্ঘটনাকে আড়াল করে স্থানীয় পূর্ব শত্রুতার জেরে নুতন ঘোষগাতী গ্রামের আবুল মুন্সি প্রতিপক্ষের ১১ জনের নামে গত ০৫/১১/২০২৪ ইং বাগেরহাট আদালতে হত্যা চেষ্টা সহ বিভিন্ন ধারায় হয়রানি মূলক মিথ্যা মামলার আর্জি দাখিল করেন। পরবর্তীতে আদালতের আদেশে গত ২৫ নভেম্বর মোল্লাহাট থানায় হয়রানি মূলক ওই মামলা রেকর্ড হয়। মামলা নং ১৩। ওই মামলা হতে অব্যাহতি সহ যথাযথ তদন্তের মাধ্যমে সত্যতা উদঘাটন ও বিবাদীদের শাস্তির দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন বিবাদীরা। নছিমন চালক নতুন ঘোষগাতী গ্রামের মোঃ রফিকুল ইসলাম মোল্লা জানান, গত ১০/০৮/২০২৪ তারিখ রাত অনুমান ৮টার দিকে জয়ডিহি হতে শোলাবাড়িয়ার উদ্দেশ্য ৩'টি বাছুর ও একটি গাভী গরু সহ মালিক ইছা মোল্লা, তার ছেলে সুমন মোল্লা ও আত্নীয় শিমুল ফকিরকে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে দেড় বোয়ালিয়া এলাকায় মহাসড়কে ইমাদ পরিবহনের চাপে নছিমন উল্টে তারা সকলে যখমী হণ। ওই ঘটনায় তিনি মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মালিকরা খুলনায় চিকিৎসা গ্রহণ করেন। মোল্লাহাট ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শরীফ আমিনুল ইসলাম জানান, গত ১০/০৮/২০২৪ তারিখ রাতে নছিমন দুর্ঘটনার খবর পেয়ে তার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায় এবং  সড়কের যানচলাচলের পরিবেশ সৃষ্টিতে সহযোগিতা করেন। থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, তিনি সম্প্রতি এ থানায় যোগদান করেছেন, তবে গত ১০/০৮/২০২৪ তারিখের দুর্ঘটনার বিষয়টি শুনেছেন বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া মামলার বিষয়ে তিনি বলেন, যথাযথ তদন্তের মাধ্যমে আদালতে সঠিক প্রতিবেদন দাখিল দাখিল করা হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে