কখনো গর্ভধারণ করতে পারবেন না শার্লিন চোপড়া

এফএনএস বিনোদন: : | প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৪, ০৪:৪১ এএম : | আপডেট: ১৫ মার্চ, ২০২৫, ০৪:২০ পিএম
কখনো গর্ভধারণ করতে পারবেন না শার্লিন চোপড়া

বলিউডের অন্যতম বিতর্কিত ব্যক্তিত্ব শার্লিন চোপড়া। অ্যাডাল্ট মডেলিং এবং যৌনতা বিষয়ক কাজে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত তিনি। কিন্তু আবেদনময়ী এ মডেল-অভিনেত্রী কখনো মা হতে পারবেন না! কারণ এক বিরল রোগে ভুগছেন শার্লিন। এর কারণে কোনোদিনও সন্তান ধারণ করতে পারবেন না তিনি। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় সিস্টেমেটিক লুপাস ইরাথেমেটাস বা ‘এসএলই’ সমস্যায় আক্রান্ত শার্লিন। এই রোগে কথা প্রথম ২০২১ সালে জানতে পারেন শার্লিন। এক ধরণের অটোইমিউন রোগ এটি। যার ফলে শার্লিনের কিডনি বিকল হয়ে পড়েছিল। এই রোগের কোনও চিকিৎসা নেই, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাই একমাত্র পারে একে ঠেকিয়ে রাখতে। সম্প্রতি একটি অনুষ্ঠানে মা হওয়ার পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয় শার্লিন চোপড়াকে। জবাবে তিনি বলেন, আমার একটি স্বাস্থ্য সমস্যা রয়েছে। নাম সিস্টেমেটিক লুপাস ইরাথেমেটাস (এসএলই)। যা এক ধরণের অটোইমিউন ডিজিজ। ২০২১ সালে প্রথম এই রোগ ধরা পড়ে। তিনি জানান, এই রোগোর কারণে আমি ২০২১ সালে কিডনি সমস্যার সম্মুখীন হয়েছিলাম। এরপর থেকেই সমস্যা বাড়ে। ডাক্তার আমাকে বলেছিলেন, স্বাস্থ্য ব্যাধি নিয়ন্ত্রণে রাখতে আমাকে সারাজীবন ওষুধ খেতে হবে। আমি এটি দিনে তিনবার গ্রহণ করি। তারা এও পরামর্শ দিয়েছিল, আমার কখনই অন্তঃসত্বা হওয়ার কথা ভাবা উচিত নয়। কারণ, এটি শিশু এবং মা উভয়ের জন্যই প্রাণঘাতী হতে পারে। ডাক্তারদের মতে, লুপাসে আক্রান্তরা সুস্থ যৌনজীবন বজায় রাখতে পারলেও গর্ভধারণ তাদের জন্য জীবন-ঝুঁকিপূর্ণ হতে পারে। এ কারণেই শার্লিন নিজের গর্ভে সন্তানের জন্ম দিতে পারবেন না। তবে শার্লিন মা হতে চান। অন্তত চার-পাঁচটি সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। নিজের এমন অনুভূতি জানিয়ে তিনি বলেন, আমি বাচ্চা খুব ভালোবাসি। ভারতে মা হওয়ার জন্য কী কী বিকল্প রয়েছে, তা খতিয়ে দেখছি। খুব শিগগিরই সবাইকে একটা সুখবর দেব।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে