মুম্বাইয়ের বান্দ্রায় বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর গভীর রাতে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাত আড়াইটার দিকে তার বাসায় ঢুকে একাধিক ছুরিকাঘাত করা হয় তাকে। এ সময় তার স্ত্রী কারিনা কাপুর খান ও দুই সন্তান, তৈমুর ও জাহাঙ্গীর, বাসায় থাকলেও তারা নিরাপদ রয়েছেন।
জানা গেছে, দুর্বৃত্তরা সাইফের বাসার কর্মচারীদের হুমকি দিয়ে বাসায় প্রবেশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে সাইফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। আহত অবস্থায় সাইফকে দ্রুত মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়।
লীলাবতী হাসপাতালের প্রধান নির্বাহী ডা. নীরজ উত্তমণি জানিয়েছেন, "সাইফ আলী খানকে রাত সাড়ে তিনটার দিকে হাসপাতালে আনা হয়। তার শরীরে ছয়টি আঘাতের চিহ্ন রয়েছে, যার মধ্যে দুটি আঘাত গুরুতর। একটি আঘাত তার মেরুদণ্ডের কাছে লেগেছে। বর্তমানে তার অস্ত্রোপচার চলছে। নিউরোসার্জন নীতীন ডাঙ্গে, কসমেটিক সার্জন লীনা জৈন ও অবেদনবিদ নিশা গান্ধীর তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।"
মুম্বাই পুলিশ জানায়, এ ঘটনার কারণ এখনো পরিষ্কার নয়। এটি নিছক ডাকাতি, নাকি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে হামলা চালানো হয়েছে, তা নিশ্চিত করতে তদন্ত চলছে। অপরাধীদের ধরতে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চও এই ঘটনার তদন্তে সম্পৃক্ত।
পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাইফের স্ত্রী কারিনা কাপুর খান ও তার দুই সন্তান পুরোপুরি নিরাপদ রয়েছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্বৃত্তরা ঘরে ঢুকে কর্মচারীদের হুমকি দেয়। সাইফ আলী খান তখন তাদের প্রতিহত করতে গেলে হামলার শিকার হন। পরিবারের অন্য সদস্যরা তখন ঘুমাচ্ছিলেন।
বলিউড তারকার ওপর এই হামলা পুরো মুম্বাইয়ে আলোড়ন সৃষ্টি করেছে। তার দ্রুত সুস্থতা কামনা করে সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন।