পিরোজপুরে দুঃস্থদের জন্য কম্বল হস্তান্তর

এফ.এন.এস (এস. এম. রেজাউল ইসলাম শামীম), পিরোজপুর: : | প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৪, ০৫:২০ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
পিরোজপুরে দুঃস্থদের জন্য কম্বল হস্তান্তর

দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’ এর পক্ষ থেকে পিরোজপুরের জেলা প্রশাসকের কাছে কম্বল হস্তান্তর করা হয়েছে। আজ রোববার বেলা ১২ টায় আশা'র ডিভিশনাল ম্যানেজার আব্দুল জলিল এর নিকট থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান তাঁর কার্যালয়ে ৪৪৫ টি কম্বল গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদ, বেসরকারি উন্নয়ন সংস্থা আশা এর জেলা ব্যবস্থাপক মো: আলাউদ্দিনসহ আশা'র জেলা পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।  কম্বল হস্তান্তর অনুষ্ঠানে ডিভিশনাল ম্যানেজার আব্দুল জলিল জানান, ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর থেকে আশা বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি দেশের ৬৪ জেলার  শীতার্তদের মাঝে প্রতিবছর কম্বল ও  শীত বস্ত্র বিতরণ করে আসছে। আশা’র এ কার্যক্রম অব্যাহত থাকবে। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে