নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি, চাঁন্দাশ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, চাঁন্দাশ ইউপির সাবেক চেয়ারম্যান ও শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক আব্দুস সাত্তার মাস্টার ও প্রয়াত সকল নেতাকর্মীর রুহের মাগফেরাত কামনায় দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের বাগডোব উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি এর আয়োজন করে। আব্দুস সাত্তার মাস্টার বাধ্যর্কজনিত কারণে গত ২৯ ডিসেম্বর ভোরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক মাস্টার এতে সভাপতিত্ব করেন। ইউনিয়ন বিএপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ রবিউল আলম বুলেট, সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, এস এম হান্নান, চাঁন্দাশ ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুস সোবহান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান জিল্লুর, প্রয়াত সাত্তার মাস্টারের জ্যেষ্ঠ পুত্র জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহিল কাফি প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী দোওয়া মাহফিলে অংশ নেন।