অস্কার বাতিলের আশঙ্কা!

এফএনএস বিনোদন : | প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৫, ০৬:৩৫ পিএম : | আপডেট: ১৫ মার্চ, ২০২৫, ০৪:২০ পিএম
অস্কার বাতিলের আশঙ্কা!

ভয়াবহ দাবানলে এখনো জ্বলছে লস অ্যাঞ্জেলস। পুড়ে ছাই হয়ে গেছে তারকাসহ হাজার হাজার সাধারণ মানুষের বাড়ি। যার কারণে বেশ কিছু সিনেমা উৎসবসহ কার্যক্রম পিছিয়ে নেওয়া হয়েছে। এবার ভয়াবহ এই পরিস্থিতির জন্য প্রথমবারের মতো বাতিল হতে পারে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৭তম আসর। এক প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ দাবানলের কারণে ৯৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাতিল হওয়ার পথে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় এ মুহূর্তে এই অনুষ্ঠান উদযাপন করার মানসিকতায় নেই আয়োজকরা। লস অ্যাঞ্জেলস এখনো অকল্পনীয় ক্ষতির সঙ্গে মোকাবিলা করছে। এমনকি আগামী সপ্তাহে যদি দাবানল কমেও তাও শহরের যে পরিমাণ ক্ষতি হবে তা মেটানো বেশ কঠিন। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই অনুষ্ঠানের জন্য যে খরচ হয় তা তহবিল থেকে লস অ্যাঞ্জেলসের ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে। ওই প্রতিবেদনে আরও বলা হয়, অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও ১ লাখ ৪০ হাজার পাউন্ড (১ লাখ ৭১ হাজার ডলার) মূল্যের গুডি ব্যাগ বাতিল করা হবে। তবে অস্কার অনুষ্ঠান বাতিলের খবরটি নিয়ে এখনো আনুষ্ঠানিক কিছুই নিশ্চিত করেনি অস্কার কমিটি। এদিকে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস মনোনয়ন ভোটের সময়সীমা ১৭ জানুয়ারি থেকে বাড়িয়ে ২৩ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। একটি ভার্চুয়াল ইভেন্টে মনোনীতদের নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে