সাইফের ওপর হামলাকারীর নতুন ফুটেজ প্রকাশ্যে

এফএনএস বিনোদন : | প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৫, ০৬:২২ পিএম : | আপডেট: ১৫ মার্চ, ২০২৫, ০৪:২০ পিএম
সাইফের ওপর হামলাকারীর নতুন ফুটেজ প্রকাশ্যে

বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান ভয়াবহ হামলার শিকার হওয়ার পর বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং চিকিৎসকদের আশা, শিগগিরই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। বুধবার গভীর রাতে বান্দ্রার নিজ বাড়িতে সাইফ আলী খানকে ছুরিকাঘাত করা হয়। অজ্ঞাত এক ব্যক্তি তার বাড়িতে ঢ়ুকে পড়েন এবং বাধা দিতে গেলে ছুরি দিয়ে সাইফের ওপর চড়াও হন। সাইফের শরীরে ছয়টি ক্ষতচিহ্ন পাওয়া গেছে, যার মধ্যে দুটি গভীর। মেরুদণ্ডে আটকে যাওয়া ছুরির অংশ অপসারণ ও অন্যান্য ক্ষত সারাতে বৃহস্পতিবার সাড়ে পাঁচ ঘণ্টার একটি জটিল অস্ত্রোপচার করা হয়।

ডা. নীরজ উত্তমণি জানিয়েছেন, “সাইফ এখন বিপদমুক্ত এবং বেশ চনমনে রয়েছেন। আশা করছি, আগামী দুই-তিন দিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে। তবে আপাতত তাকে বিশ্রামে রাখা হচ্ছে এবং খুব বেশি মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না।” চিকিৎসকরা সাইফের সাহসিকতার প্রশংসা করেছেন। ডা. উত্তমণি বলেন, “রক্তাক্ত অবস্থায় তিনি ছোট ছেলে তৈমুরকে নিয়ে সিংহের মতো হাসপাতালে প্রবেশ করেছিলেন। এটি একেবারেই নায়কোচিত আচরণ।” এ ঘটনায় হামলাকারী এখনো পলাতক।

তবে শুক্রবার মুম্বাইয়ের দাদর এলাকার একটি দোকানের সিসিটিভি ফুটেজে ওই ব্যক্তির ছবি ধরা পড়েছে। ফুটেজে তাকে নীল শার্ট, কালো ট্রাউজার এবং পিঠে ব্যাগসহ দেখা গেছে। সেখানে তিনি একটি হেডফোন কিনতে যান। পুলিশ জানিয়েছে, নতুন এই ফুটেজের সূত্র ধরে সন্দেহভাজনের খোঁজ চলছে। এর আগে এক ব্যক্তিকে আটক করা হলেও তাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, সাইফ বর্তমানে আগের চেয়ে অনেকটাই সুস্থ। চিকিৎসকদের পরামর্শে তিনি শুক্রবার অল্প হাঁটাহাঁটি করেছেন। তবে তার সম্পূর্ণ সুস্থতার জন্য আরও কয়েকদিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। ভারতীয় সিনেমা প্রেমীদের কাছে সাইফ আলী খান বাস্তব জীবনেও নায়ক হিসেবে উঠে এসেছেন। পুরো বলিউড ও তার ভক্তরা তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে