গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : : | প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৪, ০৬:১৫ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে মোটরসাইলে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সজিব (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার সন্ধ্যা ৬ টায় উপজেলার তেঁতুলবাড়িয়া-ধলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্কুলছাত্র সজিব গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্প পাড়ার ফুলবাস হোসেনের ছেলে এবং তেঁতুলবাড়িয়া ইসলামীয় মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র । সজিবের চাচাতো ভাই জানান, স্যালোইঞ্জিনচালিত পাওয়ারটিলারের যন্ত্রাংশ কেনার জন্য সজিব ধলাতে যায়। ধলা থেকে তেঁতুলবাড়িয়াতে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে মাটিতে লুটিয়ে পড়ে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গাংনী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। গাংনী হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক স্বীমা বিশ্বস জানান, হাসপাতালে নেওয়ার পূর্বেই সজিব মারা গেছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল বলেন,দূর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে