রংপুরে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : : | প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৪, ০৬:২৮ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
রংপুরে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

 অর্থনৈতিক শুমারি ২০২৪ উপলক্ষ্যে রংপুরে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।  রবিবার (০১লা ডিসেম্বর) রংপুরের নিসবেতগঞ্জের ঘাঘট কমিউনিটি সেন্টারে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক রাজিব ঘোষ। রংপুর জেলা পরিসংখ্যান কার্যালয় এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রধান অতিথির বক্তৃতায় জেলাপ্রশাসক বলেন, সঠিক তথ্য সঠিক পরিকল্পনা তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় বিশ্বের দেশগুলোর উন্নয়নের বড় বাধা সঠিক তথ্যের অভাব। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, তথ্য সংগ্রহের ক্ষেত্রে তথ্য সংগ্রহকারীগণকে আন্তরিক হতে হবে। সঠিক তথ্য দিতে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। তথ্য প্রদানকারী যেন বিরক্ত বোধ না করেন এবং কেউই যাতে বাদ না পরেন সেদিকে খেয়াল রাখতে হবে।  তথ্য সংগ্রহ ও সংরক্ষণের প্রযুক্তিগত উন্নতি হয়েছে। কিন্তু শুমারিতে সঠিক তথ্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে তথ্য সংগ্রহকারীগণকেই মূখ্য ভূমিকা পালন করতে হবে। অর্থনৈতিক শুমারির তথ্য যাতে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজে আসে, সেজন্য তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় রংপুর বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক মোঃ শফিকুল ইসলাম বলেন, একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্র তুলে ধরতে সঠিক অর্থনৈতিক শুমারির বিকল্প নেই। দেশের সঠিক অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নে এই শুমারির গুরুত্ব অনেক বেশি। শুমারিতে সঠিক তথ্য সংগ্রহ করতে জনসাধারণের স্বতস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন। এজন্য ব্যাপক প্রচারের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। প্রশিক্ষণের শুরুতে কাউনিয়া উপজেলার পরিসংখ্যান কর্মকর্তা এস.এম. শাহনেওয়াজ অর্থনৈতিক শুমারি ২০২৪ -এর বিভিন্ন দিক ও গুরুত্ব বিষয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন। এই প্রশিক্ষণে ১১১ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে। উল্লেখ্য, অর্থনৈতিক শুমারি ২০২৪ এর তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে ১০ই ডিসেম্বর থেকে ২৬শে ডিসেম্বর পর্যন্ত।                                 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে