নীলফামারীতে জাতীয় দৈনিক ভোরের দর্পণের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ২০ জানুয়ারি সৈয়দপুরে আয়োজন করা হয় আলোচনা সভা,কেক কাটা ও দোয়া মাহফিল। দোয়া মাহফিল পরিচালনা করেন সৈয়দপুর জামে মসজিদের খতিব হাফেজ সালমান আলম। দোয়া শেষে কেক কাটেন ভোরের দর্পণের নীলফামারী জেলা প্রতিনিধি ওবায়দুল ইসলাম। এতে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন লক্ষণপুর স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশন নীলফামারী প্রতিনিধি মোঃ মাইনুল হক,বায়ান্নোর আলো সৈয়দপুর প্রতিনিধি রাজু আহমেদ,জাতীয় সাংবাদিক সংস্থার সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কে এম শাহজাহান আলী সরকার, সৈয়দপুর টুয়েন্টি ফোর নিউজ এর এডমিন এম আজম কামাল,নীলচোখ পত্রিকার স্টাফ রিপোর্টার অনিক এ মন্ডল,ব্যবসায়ি আমোয়ার হোসেন,মোকাররম হোসেনসহ অনেকে। এ সময় বক্তারা বলেন,দৈনিক ভোরের দর্পণ পত্রিকা ইতিমধ্যে পাঠক প্রিয় হয়ে উঠেছে। পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পাঠক নন্দিত হয়েছে। আগামিতে পত্রিকাটি আরো পাঠক প্রিয় হয়ে উঠুক এ প্রত্যাশা করেন তারা।