পাকুন্দিয়ায় গরু চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার

এফএনএস (রাজন সরকার; পাকুন্দিয়া, কিশোরগঞ্জ) : : | প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৪, ১০:৩৬ পিএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
পাকুন্দিয়ায় গরু চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তঃজেলা গরু চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার ও চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও কার্টার মেশিন জব্দ করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। এ সময় দুইটি চোরাই গরু উদ্ধার করা হয়। গরুর মালিক উপজেলার বড় আজলদী গ্রামের ইমদাদুল হক রুবেল দাবী করেন তার এই দুটি গরুর মূল্য প্রায় সাত লাখ টাকা। 


গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, টাংগাইলের ঘাটাইল উপজেলার গৌরীস্বর সন্ধ্যাপুর গ্রামের আবদুস ছালামের ছেলে শাহাদাত হোসেন (২৬) ও গাইবান্ধার গৌবিন্দগঞ্জ উপজেলার কন্দখালাসপুর গ্রামের আবদুল হান্নানের ছেলে গোলাম রব্বানী (৩০)। 


গত রবিবার (১ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন। এর আগে রবিবার ভোর রাতে পাকুন্দিয়া সরকারি কলেজ রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 


পুলিশ জানায়, রবিবার ভোর রাতে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ পাকা সড়কে টহল দিচ্ছিল একদল পুলিশ। এ সময় সুখিয়া বাজার এলাকায় পৌছলে গরু বুঝাই একটি ট্রাক বিপরীত দিক থেকে আসছিল। ট্রাকটিকে সন্দেহ হলে পুলিশ ট্রাকটির গতিরোধ করতে চাইলে চালক দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যায়। পরে পুলিশ গাড়ির পিছনে ধাওয়া করে। ধাওয়া খেয়ে ট্রাকটি পাকুন্দিয়া সরকারী কলেজ এলাকার নির্মানাধীন একটি সড়কের গর্তে গিয়ে পরে। সেখান থেকে ট্রাকটিকে আটক করে দুই চোরসহ থানায় নিয়ে যায় পুলিশ।  


পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন বলেন, আটক দুই চোর আন্তঃজেলা চোর চক্রের সদস্য। চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাক, কার্টার মেশিন ও দুইটি চোরাই গরুসহ তাদের আটক করা হয়েছে। তাদের আজ রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গরু দুটিকে মালিকের জিম্মায় দেওয়া হয়েছে। 


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে