গজারিয়া তেতৈতলা গ্রামে মুদি ব্যবসায়ী চৌচালা ঘর আগুনে পুড়ে ছাই । জানা যায় ২ ডিসেম্বর রাত অনুমান ০২.৩০ ঘটিকায় গজারিয়া উপজেলার , তেতৈতলা গ্রামের মুদি ব্যবসায়ী মোঃ আমিরুল ইসলাম (৫০),পিতা- মৃত তালেবর আলী প্রধান, এর বসত বাড়ির চৌচালা টিনের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সংবাদ পেয়ে, স্থানীয় লোকজন এবং গজারিয়া ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে, রাত প্রায় ০৩.২৫ ঘটিকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
অগ্নিকান্ডের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কারণ সম্পর্কে কেউ কিছু জানাতে পারেনি । অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের সংবাদ নাই। অগ্নিকাণ্ডে ঘর, আসবাবপত্র, স্বর্ণালংকার,নগদ টাকা সহ প্রায় ৪,০০০০০ থেকে ৪,৫০,০০০ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।