ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সারকারখানা প্রয়োজনীয় গ্যাস সরবরাহের দাবীতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বেলা ১০টায়।আশুগঞ্জ সারকারখানা গেইটে ঘন্টাব্যাপী মানবন্ধনে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত শ্রমিককর্মচারী ইউনিয়নের আয়োজনে মানববন্ধনে অংশ নেয় সর্বস্তরের শ্রমিক-কর্মচারী এবং কর্মকর্তারা।মানববন্ধন শেষে শ্রমিক কর্মচারীরা একটি বিক্ষেঅভ মিছিল কারখানা গেইট থেকে শুরু করে কারখানা প্রশাসনিকভবনের সামনে গিয়ে শেষ হয়। কারখানায় সার উৎপাদনের লক্ষে প্রয়োজনীয় গ্যাস সরবরাহের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কারখানার শ্রমিক কর্মচারীরা। বুধবার সকালে কারখানার প্রধান ফটকের সামনে শ্রমিক কর্মচারীরা এ মনববন্ধন ও সমাবেশ করেন।এ সময় সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত প্রধান ফটক দিয়ে কারখানা থেকে সার সরবরাহ বন্ধ ছিল। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো: বজলুর রশিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মো: আবু কাউসার এর সার্বিক পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সিবিএ এর যুগ্ম সাধারণ সম্পাদক মো:আব্দুল বারেক,সিনিয়র সহ সভাপতি মো: আক্তার হোসেন,অফিসার্স ওয়েলফার এসোশিয়েশনের মো: জহিরুল ইসলাম,ডিপুটি চিফ ইঞ্জিনিয়ার মো: আব্দুল হান্নান প্রমুখ।কর্মকর্তা এবং কর্মচারীরা বলেন,কারখানা প্রয়াজনীয় গ্যাস না পাওয়ায় কারখানা সার উৎপাদনে যেতে পারছে না।অন্যদিকে প্রতিদিন কারখানাতে প্রায় দুই কোটি টাকার গ্যাস বিনা করণে পুুড়িয়ে ফেলতে হচ্ছে।যেখানে কারখানাতে ৪৮ মিলিমলিয়ন কিউবিক ফিট গ্যাস প্রয়োজন সেখানে বাখরাবাদ গ্যাস কর্ত্যপক্ষ গ্যাস সরবরাহ করছে মাত্র ৪১ মিলিমলিয়ন কিউবিক ফিট।মাত্র ৫ মিলিমলিয়ন কিউবিক ফিট গ্যাস বাড়িয়ে সরবরাহ করলে কারখানা সার উৎপাদন করতে পারে।শ্রমিক কমূচারীরা বলেন আগামী ৭২ ঘন্টারমধ্যে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ বৃদ্ধি করা না হলে আমরা কঠোর আন্দোলন করে দাবী আদায় করব।