বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলা মরিচা ইউনিয়নের উদ্দ্যোগে কৃষক সমাবেশ সফল করতে হিলি কৃষকদলের নেতাকর্মীরা যাত্রা করেন। হাকিমপুর উপজেলা ও পৌর কৃষকদলের আয়োজনে আজ বুধবার বেলা ১২ টায় বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয় থেকে উপজেলা কৃষক দলের সভাপতি তোজ্জামেল হক সভাপতিত্বে বীরগঞ্জ উপজেলা কৃষকদলের সমাবেশ সফল করতে নেতাকর্মী যাত্র শুরু করেন। এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম দুলাল, পৌর কৃষক দলের সভাপতি বিপ্লব আহম্মদ, সাধারণ সম্পাদক আজাদ খান, আলীহাট ইউনিয়ন কৃষক দলের সভাপতি মিজানুল রহমান, সাধারণ সম্পাদক মোনাজ্জল হোসেন, বোয়ালদাড় ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা (মস্ত) সহ অনেকে অংশ গ্রহণ করেন।