চিলমারীতে শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জন-জীবন

এফএনএস (মোঃ সিদ্দিকুল ইসলাম সিদ্দিক; চিলমারী, কুড়িগ্রাম) : : | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৫, ০২:২৭ পিএম
চিলমারীতে শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জন-জীবন

উত্তরের জেলা কুড়িগ্রামের চিলমারীতে টানা ২ দিনের শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জন-জীবন। গত মঙ্গলবার দুপুরের পর সূর্যের দেখা মিললেও তা আবার ক্ষনিকেই কুয়াশার চাদরে ঢেকে যায়। গতকাল বুধবার ঘন কুয়াশা ও মেঘাচ্ছন্ন ছিল আকাশ এ এলাকায় সারাদিন সূর্যের দেখা মেলেনি। হাড় কাঁপানো শীতে কাহিল হয়ে পড়েছে নিম্ন আয় ও ছিন্নমূল মানুষরা। শ্রমিকেরা কৃষিকাজে গেলেও তা আবার ঠান্ডার কারণে বাড়িতে ফিরে আসতে বাধ্য হয়। শিশু-বয়স্করা শ্বাসকষ্ট, সর্দি-কাশি, কোল্ড ডায়রিয়া সহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। রাজারভিটা পাউবো বাঁধে আশ্রিত নদী তীরবর্তী ও চরাঞ্চলে গরীব অসহায় মানুষরা গরম কাপড়ের অভাবে ঠান্ডায় নিদারুন কষ্ট করছেন। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে তেমন একটা বের হয়নি। গাড়িগুলোকে রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত কোল্ড ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ৪০ জন শিশু-বৃদ্ধ ভর্তি হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে