মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৫, ০২:৫৭ পিএম
মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর

মোবাইল ফোন ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ওপর আরোপিত নতুন কর প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (২২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলমান ডিজিটাইজেশন কার্যক্রমকে অব্যাহত রাখা, আধুনিক প্রযুক্তি-নির্ভর তরুণ প্রজন্ম গড়ে তোলা এবং অনলাইনভিত্তিক কর্মকাণ্ড বৃদ্ধির লক্ষ্যে মোবাইল ফোনের সিম/রিম কার্ড ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ওপর নতুন এবং বর্ধিত সম্পূরক শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে।

এ সিদ্ধান্তের ফলে মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ বাড়বে না, যা গ্রাহকদের জন্য স্বস্তি এনে দেবে।

গত ৯ জানুয়ারি এনবিআর প্রথমবারের মতো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় ১০ শতাংশ সম্পূরক শুল্ক এবং মোবাইল ফোন সেবায় অতিরিক্ত ৩ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের ঘোষণা দেয়।

এর ফলে ৫০০ টাকার ব্রডব্যান্ড সেবায় গ্রাহকদের অতিরিক্ত ৭৭ টাকা এবং ১০০ টাকার মোবাইল রিচার্জে করসহ ৫৬ টাকার বেশি পরিশোধ করতে হতো। নতুন কর আরোপের ফলে গ্রাহকের অর্থনৈতিক চাপ বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়।

এনবিআরের নতুন সিদ্ধান্তের ফলে এই খাতে গ্রাহকদের বাড়তি খরচের শঙ্কা দূর হয়েছে। সরকার বলছে, ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যে দেশের আইটি খাতকে এগিয়ে নিতে এবং তরুণদের প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতেই এ কর প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তে ভোক্তা ও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেছেন এবং সরকারের এ উদ্যোগকে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে