পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত। শীত ঋতুর মাঘ মাসে ১ম সপ্তাহে পর পর দু’দিন পঞ্চগড় জেলার উপর দিয়ে মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। এছাড়া শীত ঋতুর শুরু থেকে তেঁতুলিয়ার তাপমাত্রা ৭-১০ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে উঠা নামা করেছে। আজ বুধবার সারাদিন তেঁতুলিয়ায় সূর্য্যরে মুখ দেয়া যায়নি। ঘন কুয়াশার চাদরে চারদিক ছিল ঢাকা। এছাড়া উত্তরের হিমেল বাতাস ও কনকনে শীতে সাধারণ মানুষের জীবন জীবিকা থমকে গেছে। তীব্র শীতে সাধারণ মানুষ যাবুথাবু হয়ে পড়েছে। শীতের কারণে কয়েক হাজার পাথর শ্রমিক বেকার হয়ে পড়েছে। একান্ত প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাহিরে বের হয়নি। শীতের তীব্রতা বাড়ায় শিশু কিশোর ও বৃদ্ধরা সর্দি-কাশি জ্বরে আক্রান্ত হয়ে পড়েছে। সকালে পুরাতন কমদামী গরম কাপড়ের দোকানে জনসাধারণের ভিড় পরিলক্ষিত হয়েছে। এদিকে শীতের তীব্রতা বাড়লেও এখনো সরকারি বা বেসরকারিভাবে গরীব দুখী মানুষের মাঝে পর্যাপ্ত শীতবস্ত্র বিতরণ করা হয়নি। ফলে শীত নিবারনে গরীব-দুঃখী মানুষকে খড় কুটরা জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে। তেঁতুলিয়া ১ম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার এর পর্যবেক্ষনাগারের উপ-সহকারী জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া ও শ্রীমঙ্গলে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।