পাবনার চাটমোহরে শুকনো গাঁজা ও গাঁজার গাছসহ দুই মাদকদ্রব্য ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে থানার এসআই জাহানুর রহমান ও এএসআই আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা নদীপাড়া গ্রাম থেকে দু’জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন,কাটেঙ্গা নদীপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলাম চেরুর ছেলে সাজেদুল ইসলাম (৫৫) ও মৃত সায়েতুল্লাহর ছেলে আব্দুস সামাদ (৪৫)। এসময় ধৃত সাজেদুল ইসলামের বাড়ির রান্না ঘরের পাশে থাকা ১৩ ফুট লম্বা ১০ কেজি ওজনের একটি গাঁজার গাছ এবং আব্দুস সামাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ মনজুরুল আলম জানান,মাদকবিরোধি বিশেষ অভিযান চলাকালে এদেরকে গ্রেফতার করা হয়। এসময় নিজ বাড়িতে চাষ করা গাঁজার গাছ ও গাঁজা জব্দ করা হয়েছে। মাদকবিরোধি অভিযান অব্যাহত থাকবে।