চাটমোহরে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : : | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৫, ০৪:২২ পিএম
চাটমোহরে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

পাবনার চাটমোহরে প্রথম শ্রেণীর শিক্ষার্থী এক শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কিশোরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে এই মামলা দায়ের করা হয়। ধর্ষনচেষ্টার ঘটনাটি ঘটেছে উপজেলার মুলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামে গত মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে। মামলা সূত্রে জানা গেছে,উপজেলার মাঝগ্রামের বাবু আলীর মেয়ে দূর্গাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী (৬) ঘটনার দিন বাড়িতে একা ছিলো। এসময় প্রতিবেশী কিশোর আশরাফুল আলমের ছেলে স্বপন হোসেন (১৩) তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। শিশুকন্যার চিৎকারে আশপাশের লোকজন বের হলে পালিয়ে যায় স্বপন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় মীমাংসার চেষ্টা করা হয়। পরবর্তীতে বাবু আলী চাটমোহর থানায় এসে অভিযোগ দায়ের করেন। চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার জানান,অভিযোগ পাওয়ার পর মামলা হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে